শ্রীপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় শীত বস্ত্র বিতরন ও দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৪৪ পিএম, ১৫ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৯:১৩ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
গাজীপুরের শ্রীপুর পৌর সভার ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শীতবস্ত্র বিতরণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বাদ আসর কেওয়া বাজার এলাকায় ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব নঈম উদ্দিন ফকিরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস.এম জসিম উদ্দিনের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ, দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক এড. কাজী খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারী।
এ সময় আরো বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহবায়ক সদস্য অধ্যাপক নজরুল ইসলাম সেলিম, খোকন প্রধান, বিএনপি নেতা আফাজ মন্ডল, হাজী মুহাম্মদ মহসিন, মাহমুদুল হাসান আলাল, আলমগীর হোসেন,কবির সরকার, ফজলুল হক,আক্রাম হোসেন, শামীম সরকার, পৌর ছাত্রদলের আহবায়ক মামুন আকন্দ, সদস্য সচিব আজিজুল হক রাজন, জেলা ছাত্রদল নেতা এস.এম পলাশ,মনির সরকার, মোফাচ্ছেল ফকির,আমিনুল ইসলাম, জাহিদুল ইসলাম রানা, তানজিল আহমেদ, জুবায়ের, আসিফ ইকবাল প্রমুখ।
অপর দিকে, শ্রীপুর পৌর সভার ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেড়াইদের চালা এলাকায় রোজ সোমবার বাদ মাগরিব (১৪ ফেব্রুয়ারি) ওয়ার্ড বিএনপির সভাপতি মোবারক হোসেনের তুহিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলহাজ্ব আশরাফ আলী নিজামের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক এড. কাজী খান, সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারিসহ অন্যান্য নেতৃবৃন্দ।