ফেনীর ফরহাদ নগর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৫৭ পিএম, ১৫ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৯:০২ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
ফেনীর ফরহাদ নগর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘোষণা করেছে সদর উপজেলা বিএনপি।
আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ঘোষিত কমিটিতে আহবায়ক নির্বাচিত হয়েছেন বেলায়েত হোসেন বাচ্চু ও সদস্য সচিব নির্বাচিত হয়েছেন সৈয়দ জাহাঙ্গীর আলম।
ফেনী সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল ও সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির এ কমিটি অনুমোদন দেন।
দলীয় সূত্রে জানা যায়, ইতিপূর্বে ঘোষিত কমিটির বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে অভিযোগ দেয়া হলে তাঁরই নির্দেশক্রমে কেন্দ্র থেকে তদন্ত কমিটি করে দেয়া হয়। কমিটি দীর্ঘ দিন তাদের তদন্ত কার্যক্রম শেষে পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করে। কমিটির প্রতিবেদন ও জেলা বিএনপির পরামর্শ ক্রমে ১৫ ফেব্রুয়ারি উক্ত কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন কমান্ডার, জয়নাল আবদিন ও নুরুল আলম খন্দকার। সদস্য হিসেবে রয়েছেন শহিদুল ইসলাম মেম্বার, সিরাজ-উদ-দৌলা, হানিফ কায়সার, ছালেহ আহমদ, বোরহান চৌধুরী, জানে আলম জানু, আবুল কাশেম ড্রাইভার, মোহাম্মদ মিন্টু, ওমর আহমদ, মোহাম্মদ মোস্তফা, আবু তাহের কালা, জসিম উদ্দিন, সেলিম উদ্দিন, নুর নবী লিটন প্রমুখ।