তারাকান্দায় যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪৫ পিএম, ১৫ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০১:৪২ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা যুবদলের (আসন্ন) কর্মী সভা সফল করার লক্ষে আজ মঙ্গলবার বিকেলে উত্তর বাজারস্থ ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
তারাকান্দা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আসাদুল হক মন্ডল সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
সভায় এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, আবুল কালাম আজাদ, তারাকান্দা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাসেল মন্ড়ল, আসরাফুল আলম, ফরিদ আকন্দ, আসিকুল ইসলাম নয়ন, মোস্তফা কামাল শেখ, আজাহারুল ইসলাম মন্ডল, মোকাদ্দেছ হোসেন ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।