ঈশ্বরদীতে কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি ও রোগমুক্তি কামনায় দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৩৮ পিএম, ১৫ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৮:৪৩ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ঈশ্বরদী উপজেলা বিএনপির সদস্য সচিব জননেতা জাকারিয়া পিন্টুর নির্দেশনা ও ঈশ্বরদী উপজেলা, পৌর বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির দুলাল এবং ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় কারাবন্দী ৪৭ জন নেতাকর্মীদের আশু রোগ মুক্তি ও কারামুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ঈশ্বরদীর নতুনহাট সাহাপুর গোলচত্বরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য গত এক সপ্তাহ আগে কারাবন্দী হুমায়ুন কবির দুলাল অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় ছিলেন। এসময় সদ্য প্রয়াত আটঘরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র আমিনুল হক এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে উপজেলা, পৌর বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।