বেগম খালেদা জিয়া "মাদার অফ ডেমোক্রেসি" সম্মানে ভূষিত হওয়ায় পেশাজীবী পরিষদের দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩১ পিএম, ১৫ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৫:২০ এএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন কর্তৃক মাদার অব ডেমোক্রেসি সম্মাননায় ভূষিত হওয়ায় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর দুইটায় এই উপলক্ষে কুষ্টিয়া জজকোর্ট প্রাঙ্গণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব এ্যাড. শামিম উল হাসান অপু। উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুষ্টিয়া জেলা ইউনিটের সাধারণ সম্পাদক এ্যাড. হাফিজুল ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক এ্যাড. শাতিল মাহমুদ, এ্যাড. বুলবুল আহমেদ লিটন, এ্যাড. হাসান রাজ্জাক রাজু, এ্যাড. আব্দুল ওয়াদুদ মিয়া, এ্যাড. একরাম হক, এ্যাড. আবু হেনা মোস্তফা কামাল জুয়েল, এ্যাড. শিমুল, এ্যাড. ইকবাল খান, এ্যাড. চঞ্চল, এ্যাড. রোকনুজ্জামান সাজু, এ্যাড. নুরুল ইসলাম, এ্যাড. শহিদুল ইসলাম বাবু, কুষ্টিয়ায় জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক সামসুদজাহিদ প্রমূখ।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন শিক্ষানবিশ আইনজীবী আমিনুল ইসলাম, আইনজীবী ফারুক হোসেন, আইনজীবী মিরাজুল, আইনজীবী সহকারী বাবু, আইনজীবী সহকারী রাব্বি, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম দিপু। কুমারখালী ছাত্রদল নেতা ইনসান হোসেন মুরসালিন, ফিরোজ, মাসুদ, মিরপুর ছাত্রদল নেতা তৌফিক এলাহী শুভ, হাসানুল হক।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং মাদার অব ডেমোক্রেসি পদক এ ভূষিত হওয়ায় দোয়া ও তবারক বিতরণ করা হয়।
উক্ত দোয়া মাহফিল পরিচালনা করেন এ্যাড. হাফিজুর রহমান হীরা।