রেজিয়া খাতুন ও আব্দুল গফুর এর মৃত্যুতে কেন্দ্রীয় যুবদলের শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫৪ পিএম, ১৪ ফেব্রুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৯:১২ এএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
গাজীপুর মহানগর যুবদলের সভাপতি প্রভাষক বশির উদ্দিনের মা মোসাম্মৎ রেজিয়া খাতুন সরকার (৭৫)অদ্য সকাল ০৯ ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছেন। “ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এক শোক বার্তায় গাজীপুর মহানগর যুবদলের সভাপতি প্রভাষক বশির উদ্দিনের মা মোসাম্মৎ রেজিয়া খাতুন সরকার এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সহযোদ্ধা গাজীপুর মহানগর যুবদলের সভাপতি প্রভাষক বশির উদ্দিনের মা মোসাম্মৎ রেজিয়া খাতুন সরকার এর মৃত্যুতে তার পরিবারের মত আমরাও সম ব্যাথিত। আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত পরকালে জান্নাত কামনা করছি এবং তার রেখে যাওয়া সন্তান, পরিবারের অন্যান্য সদস্য ও গুনগ্রহীদের প্রতি সমবেদন জানাই।
আব্দুল গফুর এর মৃত্যুতে যুবদলের শোক
ময়মনসিংহ মহানগর যুবদলের সহ-সভাপতি সাজ্জাদ হোসেন পাপ্পু মিয়া'র পিতা আব্দুল গফুর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ❝ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন❞।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু অপর এক শোক বার্তায় ময়মনসিংহ মহানগর যুবদলের সহ-সভাপতি সাজ্জাদ হোসেন পাপ্পু মিয়া'র পিতা আব্দুল গফুর এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বিবৃতিতে নেতৃদ্বয় মরহুম আব্দুল গফুর এর বিদেহী আত্মার মাগফিরাত পরকালে জান্নাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।