সম্মূখ যুদ্ধে তত্বাবধায়ক সরকারের দাবি আদায় করতে হবে : অমিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪১ পিএম, ১৩ ফেব্রুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ০৬:৫৯ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সম্মূখ যুদ্ধে শেখ হাসিনার গুন্ডা বাহিনীকে পরাজিত করে তত্বাবধায়ক সরকারের দাবি আদায় করতে হবে।
আজ রবিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে কেশবপুর থানা বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, জননেতা তারেক রহমানের নির্দেশে দল সুসংগঠিত করতে হবে। আওয়ামীলীগের সাথে নূন্যতম সম্পর্ক আছে তাদের বিএনপির কমিটিতে রাখা যাবে না। দল পূনর্গঠন কার্যক্রমের মূল লক্ষ সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা নয়। পদ অলংকার হিসেবে ব্যবহার করার জন্য নয়, দায়িত্ব নেওয়ার জন্য। যুগান্তর আন্দোলনে সকলকে সামনে থাকতে হবে।
থানা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমানের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সদস্য এ্যাড. জাফর সাদিক, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাসুদুজ্জান মাসুদের সঞ্চালনায় ও থানা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত ওই সভায় আরো বক্তব্য রাখেন থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, অধ্যাপক আব্দুর রাজ্জাক, রেজাউল ইসলাম, হুমায়ুন কবির সুমন, সদস্য মাস্টার মোন্তাজ আলী, আলমগীর হোসেন, মাস্টার রেজাউদ্দৌলা নিজাম, আবু নাঈম প্রমূখ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন হাফেজ আবু রায়হান।
এ সময় বিএনপি নেতা আলমগীর কবির ডালু, মাস্টার আমানত আলী, আকরাম খান, ইব্রাহীম হোসেন, কে এম খলিলুর রহমান, মাস্টার আবুল কাশেম, মাস্টার মহির উদ্দীন, বাবর আলী গাজি, অমেদ আলী প্রমূখসহ বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।