নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১১ পিএম, ১৩ ফেব্রুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ০৮:০৪ পিএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত শনিবার নরসিংদী শহরে রেলস্টেশন, বাসস্টান্ড, লঞ্চ টার্মিনাল এলাকায় শীতার্ত মানুষ ও কয়েকটি এতিমখানায় অসহায় শীতার্ত মানুষের মাঝে প্রায় পাঁচ শতাধিক শীতবস্ত্র কম্বল বিতরণ করেন বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি'র সভাপতি খায়রুল কবির খোকন।
এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী শহর বিএনপি’র সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূঁইয়া, জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক আমিনুল হক বাচ্চু, শহর বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক কবির আহমেদ, সাবেক ভিপি ইলিয়াস ভূঁইয়া, হাজীপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, ছাত্রনেতা সিদ্দিকুর রহমান নাহিদ সহ বিএনপি’র অন্যান্য নেতাকর্মীবৃন্দ।