দেশনেত্রী বেগম খালেদা জিয়া’কে অভিনন্দন জানান রুয়েট জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৯ এএম, ১৩ ফেব্রুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ০৬:২১ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও) কর্তৃক সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ ও ‘ডেমোক্রেসি হিরো’ পুরস্কারে ভূষিত করায় আমরা এদেশের মানুষের প্রিয় নেত্রিকে আন্তরিক অভিনন্দন জানান রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
তারা বলেন, বাংলাদেশের মানুষের জীবনমানের সার্বিক উন্নয়নে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে এবং জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে তিনি যে আপোষহীন সংগ্রাম ও ত্যাগ স্বীকার করে চলেছেন, এই দুটি পুরস্কার তাঁর সেই ত্যাগ ও সংগ্রামের আন্তর্জাতিক স্বীকৃতি। তাঁর এই অর্জনে এদেশের মানুষের সাথে আমরাও সম্মানিত ও গৌরবান্বিত।
এ ছাড়াও তাঁকে এই স্বীকৃতি প্রদানের জন্য আমরা সিএইচআরআইও-কে ধন্যবাদ জানানো হয়।
তারা আরও বলেন, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘজীবন কামনা করি এবং আশা করি অচিরেই তাঁর নেতৃত্বে এদেশে গণতন্ত্রের চূড়ান্ত বিজয় রচিত হবে।