বগুড়ার পদ্মপাড়ায় জিয়া পরিবারের কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১৬ পিএম, ১২ ফেব্রুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৬:৩৯ এএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
বগুড়ার গাবতলীর পদ্মপাড়া মসজিদে আর রহমান-এ জিয়া পরিবারের কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বাদ জুম্মা বিশিষ্ট সাংবাদিক, লেখক আতিকুর রহমান রুমন এর আয়োজনে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, মরহুম আরাফাত রহমান কোকো'র রুহের মাগফেরাত কামনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা, দীর্ঘায়ু এবং সাংবাদিক আতিকুর রহমান রুমনের পিতা হাফিজুর রহমান আত্মার মাগফেরাত কামনা ও মাতার ফেরদৌস আরা’র সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপি'র আহবায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, যুগ্ম আহবায়ক এ্যাড. একেএম সাইফুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম আর ইসলাম স্বাধীন, কেএম খায়রুল বাশার, শেখ তাহা উদ্দিন নাহিন, মাফতুন আহমেদ খান রুবেল, সাইদুজ্জামান শাকিল, গাবতলী পৌর মেয়র সাইফুল ইসলাম, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, বগুড়া পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর শ্রী পরিমল চন্দ্র দাস, ১১নং ওয়ার্ড কাউন্সিলর সিপার আল বখতিয়ার, ২ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন পশারী হিরু, ১২নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক সুমন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আরাফাতুর রহমান আপেল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দীকি রিগ্যান, শহর যুবদলের আহবায়ক আহসান হাবিব মনি, আদিল শাহরিয়ার গোর্কি, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, সৈয়দ আব্দুল গফুর দারা সহ স্থানীয় বিপুল সংখ্যক মুসল্লী অংশ গ্রহন করে।
দোয়া মোনাজাত পরিচালনা করেন জামিল মাদ্রসার মাওলানা আতাউল্লাহ। দোয়া মোনাজাত শেষে গণভোজের আয়োজন করা হয়।