গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকার হরণ করেছে এই সরকার - প্রিন্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৫ পিএম, ১১ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২২ | আপডেট: ০১:২২ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সরকারের ক্রমাগত গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকার হরণ, জনসমস্যা সৃষ্টি এবং প্রবল দুর্নীতির কারণে দেশ আজ চরম লজ্জাজনক অবস্থানে। সম্প্রতি দ্যা ইকনোমিস্ট্র ইন্টালিজেন্স ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর জরীপ, মার্কিন নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার দেশকে অন্ধকার তথা খাদের কিনসরায় নিয়ে গেছে। এ অবস্থা থেকে দেশকে রক্ষা করতে হবে, ক্রেন দিয়ে তুলে আনতে হবে আলোতে। আর এ গুরুদায়িত্ব জনগণকে সাথে নিয়ে বিএনপিকেই পালন করতে হবে।
এমরান সালেহ প্রিন্স আজ শুক্রবার বিকেলে ময়মনসিংহ মহানগর বিএনপির ৯ টি ওয়ার্ড প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধানবক্তা ছিলেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এড.ওয়ারেস আলী মামুন। বক্তব্য রাখেন, ময়ননসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, শাহ্ শিব্বির আহমেদ বুলু, ফারজানা রহমান হোসনা, এড.এম এ হান্নান, কায়কোবাদ মামুন, শামিম আজাদ, মাহবুবুল আলম।
সভায় এমরান সালেহ প্রিন্স বলেন, দুর্নীতি, লুটপাটে নিমজ্জিত সরকার জনগণের সমস্যা নিরসনের পরিবর্তে জনদুর্ভোগ সৃষ্টি করছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতিতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। ক্ষমতাসীনদের মাস্তানী ও জবদস্তিমূলক অপকর্মে মানুষ দিশেহারা। সম্প্রতি নালিতাবাড়িতে সেচকাজ বন্ধ করে দেয়ায় চরম হতাশায় একজন কৃষকের আত্মহত্যার ঘটনা উল্লেখ করে এমরান সালেহ প্রিন্স বলেন, এর দায় দায়িত্ব অবশ্যই আওয়ামীলীগকে নিতে হবে এবং জবাব দিতে হবে। আজ ময়মনসিংহে বিএনপির ওয়ার্ড প্রতিনিধি সভায় পুলিশের বাধা, শেরপুরে আত্মহত্যাকারী কৃষক পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে কেন্দ্রীয় কৃষক দলের নেতৃবৃন্দকে প্রশাসনের বাধা দেয়া, আত্মহত্যাকারী কৃষকের পরিবারকে হেনস্তা ও স্থানীয় আ:লীগ নেতাকর্মী কর্তৃক হামলা, প্যান্ডেল ভাংচুরের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, এসব করে প্রকৃত সত্য ও নিজেদের ব্যার্থতা আড়াল করা যাবে না।
তিনি ময়মনসিংহ মহানগরের প্রতিটি পাড়া-মহল্লায় বিএনপিকে অধিকতর শক্তিশালী করার আহ্বান জানিয়ে দেশকে দুঃশাসন মুক্ত করতে সর্বাত্মক প্রস্তুতি নেয়ার তাগিদ দেন।