শাজাহানপুরে দীর্ঘ ১৬ বছর পর ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪০ পিএম, ১১ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২২ | আপডেট: ০৪:৪১ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
বগুড়ার শাজাহানপুরে দীর্ঘ ১৬ বছর পর ইউনিয়ন যুবদলের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি পাচ্ছে তৃণমূলের নেতাকর্মীরা। এর ফলে তৃণমূলের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। উপজেলা যুবদলের আহবায়ক সোহেল আরমান রাজু ও সিনিয়র যুগ্ম-আহবায়ক জিল্লুর রহমানের নেতৃত্বে স্বচ্ছ প্রত্রিয়ার কমিটি গঠনের লক্ষ্যে মাঝিড়াস্থ দলীয় কার্যালয় থেকে তথ্য সংগ্রহ ফরম বিতরণ করা হয়েছে। ৯টি ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা স্বর্ত:স্ফুর্ত ভাবে তথ্য ফরম সংগ্রহ পূর্বক জমা প্রদান করেছে। প্রায় সাড়ে চার’শ ফরম জমা হয়েছে।
আজ শুক্রবার ফরম উত্তোলন ও জমা দানের শেষ দিনে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের উপচেপড়া ভীড় দেখা যায়। ফরম জমা নেওয়ার সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক সোহেল আরমান রাজু, সিনিয়র যুগ্ম-আহবায়ক জিল্লুর রহমান, যুগ্ম-আহবায়ক রেজাউল করিম রেজা, নুর মাহমুদ, সোহেল রানা, রউফ, রহমত, সাজেদুর রহমান সাজু, সদস্য গোলাম মোস্তফা, নাজমুল হক বাবু, রাজিবুল, রঞ্জু প্রমুখ।
জানা গেছে, সর্বশেষ ২০০৬ সালে উপজেলা যুবদলের তৎকালীন সভাপতি ইদ্রিস আলী সাকিদার ও সাধারণ সম্পাদক এনামুল হক এনাম ইউনিয়ন যুবদলের কমিটি গঠন করেন। পরবর্তীতে উপজেলা যুবদলের নেতৃত্বে পরিবর্তন আসলেও ইউনিয়ন যুবদলের কমিটি গঠনে নেতৃবৃন্দ ব্যর্থ হয়। ফলে তুৃণমূল নেতাকর্মীদের মাঝে চরম হতাশা ও ক্ষোভ চলছিল। উপজেলা যুবদলের বর্তমান আহবায়ক কমিটির নেতৃত্বে কমিটি গঠন প্রক্রিয়া শুরু হওয়ায় তৃণমূলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসবের আমেজ দেখা যাচ্ছে।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক জিল্লুর রহমান জানান, ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন হবে। কমিটি ঘোষনার পর সংগঠন আরো শক্তিশালী ও বেগমান হবে। উপজেলা যুবদলের আহবায়ক সোহেল আরমান রাজু বলেন, অতি দ্রুত যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন করে যোগ্য, ত্যাগী ও রাজপথের যোদ্ধাদের হাতে ইউনিয়ন যুবদলের নেতৃত্ব তুলে দেওয়া হবে।