শ্রীপুরে ছাত্রদলের উদ্যোগে তারেক রহমানের পক্ষে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩২ পিএম, ১১ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২২ | আপডেট: ০৪:৩৯ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নে জৈয়নাবাজার এলাকায় আরিফ মডেল একাডেমির মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে অসহায় হতদরিদ্র ও শীতার্তদের মাঝে গাজীপুর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে জেলা ছাত্রদলের সহ-সভাপতি রাশেল আহমেদ নীলের সার্বিক ব্যবস্থাপনায় শীতবস্ত্র বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুত্রবার সকাল ১১টায় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তানভীর আহমেদ মিশুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবিন মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও শীতবস্ত্র বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
এসময় আরো বক্তব্য রাখেন, শ্রীপুর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরীফ সিদ্দিকী, উপজেলা যুবদলের আহবায়ক আতাউর রহমান মোল্লা, জেলা যুবদলের সহ-সভাপতি লিয়াকত আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল মন্ডল, সদস্য সচিব মাইদুর রহমান খান সজিব, উপজেলা ছাত্রদলের আহবায়ক জিয়াউল করিম মড়ল রিফাত, সদস্য সচিব আমিনুল ইসলাম সরকার, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সামছুল হক শ্যামল ভুইয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক বাপ্পি সরকার, মামুন ফরাজি, সজিব সিকদার, আহবায়ক কমিটির সদস্য মাহমুদল হাসান আরিফ, কাওরাইদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জুলফিকার হায়দার রিফাত, তেলিহাটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহফুজ সরকার, মাওনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিথিন মিয়া, বরমী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম, কাওরাইদ ছাত্রদলের সাধারণ সম্পাদক শান্ত, তেলিহাটি ছাত্রদলের সাধারণ সম্পাদক সেলিম বন্ধুকশী, গোশিংগা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সিয়াম ভুইয়া প্রমুখ।