নীল প্যানেলের পক্ষে নির্বাচনী প্রচারণায় ঢাকা জেলার আইনজীবি নেতৃবৃন্দ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৭ পিএম, ১০ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৭:২৬ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ঢাকা বার কাউন্সিলের নির্বচনে বিএনপি সমর্থীত নীল প্যানেলের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ঢাকা জেলার আইনজীবি নেতৃবৃন্দ।
আজ বৃহস্পতিবার ঢাকা আইনজীবি সমিতির মিলনায়তনে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বার কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোটেক মল্লিক সফিউদ্দিন আহমেদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার আবু আশফাক।
আরো বক্তব্য রাখেন ঢাকা বার কাউন্সিলের নীল প্যানেলের সভাপতি পার্থী অ্যাডভোটেক মিয়া খুরশিদ আলমসহ নীল প্যানেলের অন্যান প্রার্থীবৃন্দ। বক্তরা নীল প্যানেলের প্রার্থীদের জয়ী করার জন্য সকলকে একসাথে কাজ করার আহবান জানান।