'মাদার অব ডেমোক্রেসি' সম্মাননায় ভূষিত হওয়ায় বেগম খালেদা জিয়াকে প্রবাসী বিএনপির অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০১ পিএম, ১০ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৬:০৪ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে অসামান্য অবদানের জন্য বিএনপি চেয়ারপার্সন, আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে 'কানাডিয়ান হিউম্যান রাইটস্ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন' "মাদার অব ডেমোক্রেসি" সম্মাননায় ভূষিত হওয়ায় প্রবাসী বিএনপির নেতৃবৃন্দ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।দেশনেত্রী বেগম খালেদা জিয়ার "মাদার অব ডেমোক্রেসি" সম্মাননা বর্তমান বাংলাদেশে নিখোঁজ গণতন্ত্র পুনরুদ্ধার ও সুসংহতকরণ এবং সাধারণ মানুষের ভোটের অধিকারসহ আইনের শাসন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
অভিনন্দন জ্ঞাপনকারী নেতৃবৃন্দ আমেরিকা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লু, মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরী, আয়ারল্যান্ড বিএনপির সভাপতি হামিদুল নাসির, ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুল হাসান জনি, জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়া, সাধারণ সম্পাদক গনী সরকার, ইতালী বিএনপির সভাপতি হাজী আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন, গ্রীস বিএনপির সভাপতি মুখলেছুর রহমান, হলান্ড বিএনপির সভাপতি শরিফ উদ্দিন, ফ্রান্স বিএনপির সভাপতি সৈয়দ সাইফুর রহমান, অষ্ট্রিয়া বিএনপির সাবেক সভাপতি ফজলুর রহমান বকুল, ফিনল্যান্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামান সরকার মনির, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু, কানাডা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনছার উদ্দিন, মালদ্বীপ বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, জার্মান বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক খান, ফ্রান্স বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, অষ্ট্রিয়া বিএনপির সাবেক সহ সভাপতি নাসির উদ্দিন, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদূর রহমান, বেলজিয়াম বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলম হোসেন, পর্তুগাল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সায়েফ আহমেদ, সুইট কুয়েত বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কিং ফয়সাল, আমেরিকা ইলিয়িন ষ্ট্রীট বিএনপির সাংগঠনিক সম্পাদক দূলু মিয়া, কানাডা বিএনপি নেতা জামিলুর রহমান, ইতালী বিএনপি নেতা খলিলুর রহমান খোকন ও সুলেমান বেগ। আয়ারল্যান্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক আনোয়ার সহ বহির্বিশ্ব বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।