‘মাদার অব ডেমোক্রেসি' সম্মাননায় ভূষিত হওয়ায় বেগম খালেদা জিয়াকে ইবি ‘সাদা দলে’র অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৩ পিএম, ৯ ফেব্রুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ০৩:৪৭ পিএম, ১০ জানুয়ারী,শুক্রবার,২০২৫
বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে অসামান্য অবদানের জন্য বিএনপি চেয়ারপার্সন, আপোসহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 'কানাডিয়ান হিউম্যান রাইটস্ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন' "মাদার অব ডেমোক্রেসি" সম্মাননায় ভূষিত হওয়ায় ‘সাদা দল' ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার "মাদার অব ডেমোক্রেসি" সম্মাননা বর্তমান বাংলাদেশে নিখোঁজ গণতন্ত্র পুনরুদ্ধার ও সুসংহতকরণ এবং সাধারণ মানুষের ভোটের অধিকারসহ আইনের শাসন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।