কারাগারে হৃদরোগে আক্রান্ত ঈশ্বরদীর বিএনপি নেতা হুমায়ুন কবির দুলাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৯ পিএম, ৯ ফেব্রুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ০১:৪০ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির দুলাল সরদার পাবনা জেলা কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
দুলাল সরদারের ছেলে মুশফিকুর রহমান হামিম জানান, সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পাবনা কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়েন হুমায়ুন কবির দুলাল। কারা কর্তৃপক্ষ তাঁকে দুপুর ১টা ৩০ মিনিটে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁর অবস্থার অবণতি হলে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিকাল ৪টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কার্ডিওলজি ইউনিট (১) ওয়ার্ড (৩২) হুমায়ুন কবির দুলালকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।
হুমায়ুন কবির দুলাল হৃদরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।
ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ হুমায়ুন কবির দুলাল সরদারের দ্রুত রোগমুক্তির জন্য দেশবাসীর নিকট দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, ঈশ্বরদীতে শেখ হাসিনার ট্রেন বহরে হামলার মামলায় ১০ বছরের কারাদন্ড হয়েছে হুমায়ুন কবির দুলাল সরদারের। ২০১৯ সালের ৩ জুলাই এ মামলার রায় ঘোষণার পর থেকেই পাবনা কারাগারে রয়েছেন দুলাল সরদার।