এ সরকারের সময় আর বেশি দিন নাই : গয়েশ্বর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫১ পিএম, ৮ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৫:৫১ পিএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
সরকার যেভাবে দেশ চালাচ্ছে তাতে আর বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, ‘১১টি বিশ্ব মানবাধিকার সংস্থা সরকারের বিরুদ্ধে জাতিসংঘের বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছে। তাই এ সরকারের সময় আর বেশি দিন নাই। অচিরেই তাদের পতন হবে।’
আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা মির্জাপুর এলাকায় নিজ বাসভবনে জাতীয়তাবাদী তাঁতীদলের উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, ‘খালেদা জিয়ার আপন লোক কারা তা সবচেয়ে ভালো জানেন শেখ হাসিনা। এজন্য তিনি খালেদা জিয়ার আপন লোকদের বিভিন্ন সময় নির্যাতন করে আসছেন, যাতে রাজনীতিতে সক্রিয় না থাকতে পারে।’
গয়েশ্বর আরও বলেন, দেশ স্বাধীনের পর ৭২’র সরকার জনগণের স্বপ্ন গণতন্ত্র ধুলিস্যাৎ করেছে। পরে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই গণতন্ত্র বারবার মুখ থুবড়ে পড়েছে। বেগম জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের দায়িত্ব নিয়ে আজ জীবন-মরণ যুদ্ধে আছেন। তিনি ‘মাদার অব ডেমোক্রেসি’ হিসেবে আজ বিশ্বব্যাপী স্বীকৃত। আমাদের এখন একটিই উদ্দেশ্য আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র পুনরুদ্ধার করা।
সম্মেলনে তাঁতীদলের কেরানীগঞ্জ শাখায় হোসাইন মো. হীরাকে সভাপতি ও ইব্রাহিম হোসেন রনিকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।