দুঁপচাচিয়া উপজেলা ছাত্রদলের কমিটির অনুমোদন, সভাপতি শামীম, সা'সম্পাদক ফজলে রাব্বী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১৯ পিএম, ৮ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১০:০৫ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলার দুঁপচাচিয়া উপজেলা শাখার পুর্নাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। মোঃ শামীম সরদারকে সভাপতি ও মোঃ ফজলে রাব্বী সাধারন সম্পাদক এবং মোঃ রাজ্জাকুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্যের ওই কমিটির অনুমোদন দেয়া হয়।
আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান ও সাধারন সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ জয়নুল আবেদীন জয়, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মশিউর রহমান প্রমুখ।