শপথ গ্রহণের পর ভৈরবের কালিকাপ্রসাদ ইউনিয়নের চেয়ারম্যান আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫৫ পিএম, ৮ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৮:০২ পিএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
কিশোরগঞ্জে শপথ গ্রহণের পর পরই আটক হয়েছেন ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ লিটন মিয়া।
আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকালে তাঁকে আদালতে প্রেরন করা হলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এর আগে আজ দুপুর ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ভৈরব উপজেলার সাতটি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানদের আনুষ্ঠানিকভাবে শপথ পড়ানো হয়। এর পরই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আটক করে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গত ২৬ ডিসেম্বর রবিবার কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে সহিংসতার ঘটনায় দায়েরকৃত মামলার আসামী হিসাকে তাকে আটক করা হয়েছে। পরে বিকালে তাঁকে আদালতে প্রেরন করা হয়।
আসামী পক্ষের আইনজীবী আমিনুল ইসলাম মামুন জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক উম্মে হাবিবা এর এজলাসে মোঃ লিটন মিয়াকে মুক্তির আবেদন জানিয়ে শুনানী হয়। শুনানী শেষে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. ফারুক মিয়াকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ব্যর্থ হওয়া মোঃ লিটন মিয়া।
নব নির্বাচিত চেয়ারম্যান লিটন মিয়াকে গ্রেফতারে তার সমর্থকদের ক্ষোভ বিরাজ করছে বলে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়। তারা চেয়ারম্যানের নিঃশর্ত মুক্তি দাবি করেন।