বগুড়া শহর যুবদলের ৪ নং ওয়ার্ড শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪৯ পিএম, ৮ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৬:২৯ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়া শহর শাখার আওতাধীন ৪ নং ওয়ার্ড যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে শহরের জুবলী স্কুল মাঠে শহর যুবদলের আহ্বায়ক আহসান হাবিব মমি’র সভাপতিত্বে, শহর যুবদলের সদস্য সচিব আদিল শাহরিয়ার গোকি ও সিনিঃ যুগ্ন-আহ্বায়ক হারুন উর রশিদ সুজন এর সঞ্চালনায় কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপি’র আহ্বায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা।
কর্মী সম্মেলনে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুগ্ন-আহ্বায়ক জাহাঙ্গীর আলম।
আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ড বিএনপির সিনিঃ যুগ্ন-আহ্বায়ক একেএম আজাদ মিয়া, জেলা যুবদলের শাহনেওয়াজ শাজন, রেজাউল করিম লাবু, তাজমিলুর রহমান বিচিত্র, ফেরদৌস আযম সুমন, মেহেদি হাসান নয়ন, জুম্মান শেখ, মোসলেম উদ্দিন স্বপন, জাহাঙ্গীর আলম বিপুল, শহর যুবদলের যুগ্ন-আহ্বায়ক ইমরান হোসেন, সৌরভ হাসান শিবলু, জাহেদ হোসেন, আবু সাইদ মন্ডল, মেহেদি হাসান বাপ্পি, সাদ্দাম হোসন, বাইতুল্লাহ শেখ, মেফতা আল রশিদ মিল্টন, রোকন হোসেন রোকন সরকার, রাশেদ রেজওয়ান সহ প্রমূখ।