বিএনপি নেতা মিজানের সহযোগিতা ঝিকরগাছায় শীত বস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৮ পিএম, ৮ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১১:২৮ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
ঝিকরগাছা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে চতুর্থ দিনের মত সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় দোয়া ও অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, বর্তমান যশোর জেলা বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব মিজানুর রহমান খান এর সার্বিক সহযোগিতায় ঝিকরগাছা উপজেলা বিএনপির উদ্যোগে আহবায়ক জনাব মোর্তজা এলাহি টিপুর সভাপতিত্বে দুস্থ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অন্যান্যদের মধ্যে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক মোঃ খোরশেদ আলম, যুগ্ন আহবায়ক মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সর্দার শহিদুল ইসলাম, যুগ্ন আহবায়ক ইমরান হাসান সামাদ নিপুন, উপজেলা বিএনপির সদস্য ও বাঁকড়া ইউনিয়ন বিএনপি'র আহবায়ক জনাব আলি আকবর, বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইনামুল হক, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাশেদুল মোমিন সুজন, উপজেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইসমাইল হোসেন সোহাগ, মহিলা দল নেত্রী নাহিদ আক্তার, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান কালু, উপজেলা যুবদলের আহ্বায়ক মোনাজ্জেল হোসেন লিটন, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজমুল হক নাজু, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক তরিকুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক আরাফাত হোসেন কোমল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক সাইফুল আলম পিকুল, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা, সদস্য সচিব শাহিন আলম বিপ্লব, সহ বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, কৃষক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারীরিক সুস্থতা কামনা এবং আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়ে থাকে।