রংপুর জেলা বিএনপি'র সভাপতি সাইফুল ইসলামের পিতার মৃত্যুতে মির্জা ফখরুলের শোকবার্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২৬ পিএম, ৮ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৭:০৮ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
রংপুর জেলা বিএনপি'র সভাপতি সাইফুল ইসলাম এর পিতা পীরগঞ্জ উপজেলাধীন ৫ নং মদনখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আজিজার রহমান আজ সকালে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। আলহাজ্ব আজিজার রহমান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, "আলহাজ্ব আজিজার রহমানের মৃত্যুতে আমি তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। সৎ, সজ্জন ও ধার্মিক ব্যক্তি হিসেবে মরহুম আলহাজ্ব আজিজার রহমানকে এলাকার সকলেই সম্মান ও শ্রদ্ধা করতেন। জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়নে অবদানের জন্য তিনি এলাকাবাসীর নিকট ছিলেন অত্যন্ত আপনজন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকাহত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।"
বিএনপি মহাসচিব শোকবার্তায় আলহাজ্ব আজিজার রহমান এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।