বাণিজ্যমন্ত্রী ও খাদ্যমন্ত্রীর অপসারণ চায় বাম জোট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫৬ পিএম, ৭ ফেব্রুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৩:১১ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বাজার নিয়ন্ত্রণ ও মনিটরিংয়ে চরম ব্যর্থ ও দায়িত্বহীনতার অভিযোগ এনে বাণিজ্যমন্ত্রী ও খাদ্যমন্ত্রীর অপসারণ চেয়েছে গণতান্ত্রিক বাম জোট।
আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর পুরানা পল্টন মোড়ে অনুষ্ঠিত বাম জোটের বিক্ষোভ সমাবেশে নেতারা এ দাবি জানান।
বিক্ষোভ সমাবেশে বাম জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সরকার দেশের গোটা বাজার ব্যবস্থাকে নৈরাজ্যের মাঝে ঠেলে দিয়েছে। দেশের বাজার ব্যবস্থাকে ব্যবসায়ীদের হাতে তুলে দিয়েছে। বাজার নিয়ে ব্যবসায়ীদের যা খুশি তাই করার সুযোগ করে দিয়েছে।
তিনি বলেন, অনতিবিলম্বে বাণিজ্যমন্ত্রী ও খাদ্যমন্ত্রীকে অপসারণ করতে হবে। একইসঙ্গে ব্যর্থ সরকার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে গণপ্রতিরোধ জোরদার করতে হবে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় নেতা বজলুর রশিদ ফিরোজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা অধ্যাপক আবদুস সাত্তার, বাসদ-মার্কসবাদীর কেন্দ্রীয় নেতা জহিরুল ইসলাম, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা বাচ্চু ভূঁইয়া, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় নেতা শহীদুল ইসলাম সবুজ, সমাজতান্ত্রিক আন্দোলনের নেতা আবদুল আলী এবং ওয়ার্কার্স পার্টি- মার্কসবাদীর বিধান দাস প্রমুখ।