রংপুরে বিএনপি, যুবদল ও কৃষকদলের নেতৃবৃন্দের সুস্থতা কামনায় মহানগর কৃষক দলের দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৭ পিএম, ৭ ফেব্রুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ১০:০৩ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
করোনায় আক্রান্ত রংপুর মহানগর বিএনপি'র সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, যুবদল কেন্দ্রীয় সহ-সাধারন সম্পাদক রংপুর জেলা সভাপতি নাজমুল আলম নাজু, সড়ক দূঘর্টনায় আহত কৃষক দল কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন এবং করোনায় কৃষক দল কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক রংপুর জেলা আহবায়ক আনোয়ারুল হক শাহাদৎ আনোয়ারের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) বাদ আছর রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ে রংপুর মহানগর কৃষকদলের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপি'র সাংগঠনিক দম্পাদক আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক দল রংপুর জেলার আহবায়ক মোস্তাফিজুর রহমান বিপু, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর কৃষক দলের আহবায়ক শাহ নেওয়াজ লাবু, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, তাঁতী দল মহানগরের আহবায়ক সাহেদ ইকবাল, মৎসজীবি দলের যুগ্ম আহবায়ক মনির হোসেন মনির, মহানগর মহিলা দলের নেত্রী মোছাঃ রেহানা বেগম, মহানগর কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফিরোজ রহমান পিন্টু, যুগ্ম আহবায়ক দিল মেরাজুল দুলু, রবিউল ইসলাম মাষ্টার, মহানগর কৃষকদলের ৩২ নং ওয়ার্ডের সদস্য সচিব মমতাজুর রহমান, ৩১ নং ওয়ার্ডের সভাপতি সাইফুর রহমান, ১৪ নং ওয়ার্ডের আহবায়ক আজহার আলী, ১০ নং ওয়ার্ডের আরব আলী, ২১ নং ওয়ার্ডের আহবায়ক রায়হান আলী, সদস্য সচিব নাইমুর রহমান রতন, সিঃ যুগ্ম আহবায়ক রোস্তম আলী, ইউনুস আলী, ১৩ নং ওয়ার্ডের আহবায়ক নূর ইসলাম চাচা, সদস্য সচিব শহীদুল ইসলাম, ১৭ নম্বর ওয়ার্ডের আহব্বায়ক মোকলেছুর রহমানসহ মহানগর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া পরিচালনা করেন তেতুঁলতলা জামে মসজিদের পেশ ইমাম মওলানা শাহিন হোসেন।
দোয়া মাহফিলে বিএনপি’র প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাঁর পুত্র আরাফাত রহমান কোকো সহ প্রয়াত বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়াও বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও মুক্তি কামনাসহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা এবং জাতীয়তাবাদী দলের সর্বস্থরের নেতাকর্মীদের সুস্থতা ও দেশবাসীর জন্য দোয়া করা হয়।