দুঃস্থ প্রতিবন্ধীর পাশে মানবতার হাত বাড়িয়ে দিলেন ব্যারিষ্টার মীর হেলাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫৪ পিএম, ৭ ফেব্রুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৮:০১ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
বায়েজিদ এলাকাধীন শেরশাহ কলোনীর তারা গেইটের পাশে অসহায় দুস্থ প্রতিবন্ধীকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষে হুইল চেয়ার উপহার দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বিএনপির পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য ব্যারিষ্টার মীর হেলাল।
আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) মহানগর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম জি আকবর এর উদ্যোগে উপস্থিত ছিলেন নগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ জাফর আহম্মদ খোকন, প্রচার সম্পাদক মোঃ জিল্লুর রহমান জুয়েল, সহ-তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম বাবু, বায়জিদ থানা যুবদলের নজরুল ইসলাম মানিক, মোঃ রাশেদ, শাহ আলম, মোঃ আলমগীর, সাবেক ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শফিউল বশর শামু, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সৈয়দুর রহমান আকিব সহ প্রমুখ।