বগুড়া শহর যুবদলের ৫নং ওয়ার্ড শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪১ পিএম, ৭ ফেব্রুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৭:৩৪ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়া শহর শাখার আওতাধীন ৫নং ওয়ার্ড যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে শহরের আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শহর যুবদলের আহ্বায়ক আহসান হাবিব মমি’র সভাপতিত্বে ও সিনিঃ যুগ্ন-আহ্বায়ক হারুন উর রশিদ সুজন এর সঞ্চালনায় কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপি’র আহ্বায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হামিদুল হক চৌধুরী হিরু, কর্মী সম্মেলনে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুগ্ন-আহ্বায়ক জাহাঙ্গীর আলম।
আরো বক্তব্য রাখেন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আরিফুল রহমান পিন্টু, সাধারণ সম্পাদক রশিদুল হাসান তালুকদার লিটন, হুমায়র কবির গেদা, জেলা যুবদলের সাব্বির হুসাইন বাবলু, তাজমিলুর রহমান বিচিত্র, মোস্তাফা হানিফ সোহাগ, ফেরদৌস আযম সুমন, মেহেদি হাসান নয়ন, মোসলেম উদ্দিন স্বপন, মোনারুল ইসলাম রুবেল, জুম্মান শেখ। এছাড়াও বক্তব্য রাখেন শহর যুবদলের যুগ্ন-আহ্বায়ক ইমরান হোসেন, সৌরভ হাসান শিবলু, জাহেদ হোসেন, আবু সাইদ মন্ডল, মেহেদি হাসান বাপ্পি, সাদ্দাম হোসন, বাইতুল্লাহ শেখ, মেফতা আল রশিদ মিল্টন, রোকন, রাশেদ সম্পদ সহ প্রমূখ।