কুমিল্লায় প্রার্থীর সহযোগীকে ৩৯ হাজার ৫০০ টাকাসহ আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩৬ পিএম, ৭ ফেব্রুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৫:৩৭ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের এক প্রার্থীর সহযোগীকে ৩৯ হাজার ৫০০ টাকাসহ আটক করা হয়েছে। এসময় তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ ঘোষ।
তিনি জানান, এক প্রার্থীর সঙ্গীকে ৩৯ হাজার ৫০০ টাকাসহ ফতেহাবাদ ইউনিয়নের খলিলপুর কেন্দ্রের কাছাকাছি থেকে আটক করা হয়। ওই ব্যক্তির নাম মো. শাহজাহান। এসময় তার কাছ থেকে একটি অবৈধ সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। আমরা নিশ্চিত হয়েছি সে টাকা দিয়ে কেন্দ্রে বিশৃঙ্খলা করার চেষ্টা চালাচ্ছিল। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের জন্য তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।