সাতকানিয়া গোলাগুলি, দুই ভোটকেন্দ্র বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০০ পিএম, ৭ ফেব্রুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৭:১৩ পিএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
চলমান ৭ম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের সাতকানিয়ার বিভিন্ন কেন্দ্রে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এরমধ্যে খাগরিয়ায় ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলি হয়েছে। একপর্যায়ে দুইটি কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হয়।
আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার খাগরিয়া ইউনিয়নের গণিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. জসিম উদ্দীনের সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আকতার হোসেনের সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে কেন্দ্র দখলে নিতে উভয়পক্ষে গুলি বিনিময় হয়। পরে পুলিশ সুপার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে দুই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ ঘোষণা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, খাগরিয়া কেন্দ্রে দুই পক্ষের উত্তেজনা ও জোরপূর্বক ভোট দেয়ার অভিযোগ এসেছে। যে কারণে ডিসি স্যার ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করার নির্দেশ দিয়েছে।