বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে সন্দীপ যুবদলের দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৫ পিএম, ৭ ফেব্রুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০২:০৪ পিএম, ৭ জানুয়ারী,মঙ্গলবার,২০২৫
সন্দ্বীপ উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে হাত তুলে মুনাজাত ও দোয়ার দরখাস্ত করেন সন্দ্বীপ উপজেলা ও পৌরসভা যুবদলের নেতা-কর্মীরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ পৌরসভা বিএনপির আহবায়ক, আহসানুল করিব রিপন তালুকদার, বিশেষ অতিথি চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি মোক্তাদের মাওলা, বিশেষ অতিথি চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আকবর তালুকদার।
বিশেষ অতিথি বিশিষ্ট সমাজ সেবক ফাহাদ উদ্দিন জনি। বিশেষ অতিথি সন্দ্বীপ পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন কমিশনারসহ উপস্থিত ছিলেন, সন্দ্বীপ উপজেলা যুবদলের আহবায়ক নিঝুম খান, পৌরসভা যুবদলের আহবায়ক নাছির উদ্দীন কমিশনার, উপজেলা যুবদলের সদস্য সচিব এম এ আজিজ, পৌরসভা যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম মাহি, পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক নুরুল আফসার, সন্দ্বীপ পৌরসভা সেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুদ্দিন কবীর শিমুল সহ অসংখ্য নেতাকর্মী।