শাহজাদা মিয়া সুস্থতা কামনায় ফরিদপুরে বিএনপি ও কৃষকদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:২৪ পিএম, ৬ ফেব্রুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ১০:২৭ এএম, ১২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জহিরুল হক শাহজাদা মিয়ার সুস্থতা কামনায় জেলা বিএনপি ও কৃষক দলের যৌথ উদ্যোগে আজ রবিবার বাদ যোহর স্থানীয় চক বাজার জামে মসজিদে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আজম খানঁ, সাবেক সহ-সভাপতি এ্যাডভোকেট গোলজার আহমেদ মৃধা, সাবেক দফতর সম্পাদক ইঞ্জিনিয়ার খায়রুল আনাম, কৃষকদল নেতা ও সাবেক জেলা মৎস্যজীবি বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মামুন অর রশিদ মামুন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক এ্যাডভোকেট হাবিবুর রহমান হাফিজ, সাবেক বিএনপি নেতা মিজানুর রহমান বাবলু, জেলা কৃষক দলের সহ-সভাপতি এমএ মারুফ মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক সাহিদুর রহমান সাহিদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পারভেজ, কৃষকদল নেতা রাতুল ইসলাম রিংকু, আনোয়ার ইসলাম রকি প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে শাহজাদা মিয়ার দ্রুত সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
প্রসঙ্গ, গত ৪ ফেব্রুয়ারি থেকে জহিরুল হক শাহজাদা মিয়া অসুস্থ্য হয়ে ঢাকায় স্কয়ার হসপিটালে ভর্তি রয়েছেন।