জার্মানির বাডেন ভুর্টেমর্বাগ শাখা বিএনপির নতুন কমিটি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৭ পিএম, ৬ ফেব্রুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ০৭:৪২ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
জার্মানির বাডেন ভুর্টেমর্বাগ শাখা বিএনপির নতুন কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে স্টুটগার্টে এক কর্মী সভার আয়োজন করা হয়। কর্মী সভায় মোঃ তরিকুল ইসলাম মুক্তিকে সভাপতি, মোঃ খোরশেদ আলমকে সাধারন সম্পাদক এবং আবুল কাসেম রতনকে সাংগঠনিক সম্পাদক করে আগামী দুই বছরের জন্য প্রাদেশিক শাখার নতুন কমিটি গঠন করা হয়।
এছাড়াও কর্মী সভায় গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবি জানানো হয়।
গত ডিসেম্বর মাসে জার্মান বিএনপির কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী এবং দলকে গতিশীল করার লক্ষ্যে বাডেন ভুর্টেমর্বাগ শাখা কমিটি বিলুপ্ত করে আকতারুল আলম বাবুলকে আহ্বায়ক এবং সৈয়দ নীরক হোসেন দুলাল, সরোয়ার হোসেন শহীদ, মোহাম্মদুল হক রিপন এবং খোরশেদ আলমকে সদস্য করে পাঁচ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। এক মাসের মাথায় পূর্বে গঠিত আহ্বায়ক কমিটির সার্বিক সহযোগিতায় এই কমিটি গঠিত হয়।
নবগঠিত কমিটির প্রধান উপদেষ্টা করা হয় আকতারুল আলম বাবুলকে। কমিটির অন্যান্য উপদেষ্টারা হলেন সৈয়দ নীরিক হোসাইন দুলাল, মোহাম্মদুল হক রিপন এবং সরোয়ার হোসেন শহীদ।
কর্মী সভায় দলীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জার্মানি বিএনপির সহ-সভাপতি আমিনুল হক রতন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ জুলফিকার মনা, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আকতারুল আলম বাবুল, সহ সাংগঠনিক সম্পাদক শামীম আজিজ, সহ প্রচার সম্পাদক হাবিবুর রহমান হাবিব সহ আরো অনেকে।
কর্মিসভায় বিএনপি নেতারা বলেন, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তারা খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং বাংলাদেশের বাইরে গিয়ে চিকিৎসা নেওয়ার অনুমতির জন্য সরকারের কাছে জোর দাবি জানান।