সিরাজগঞ্জে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যার প্রতিবাদে গাজীপুরে জেলা যুবদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪০ পিএম, ৫ ফেব্রুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৮:৫৮ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
সিরাজগঞ্জের বেলকুচিতে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যার প্রতিবাদে গাজীপুর জেলা যুবদল বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে।
আজ শনিবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গাজীপুর শহরের রাজবাড়ি সড়কের দলীয় কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর জেলা যুবদলের আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতি মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্ব এবং যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা যুবদলের আহবায়ক ফরিদুল আলম বুলু, কালিগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মো: আলীনুর হাসান, সদস্য সচিব হাসানুর রহমান জুয়েল, সদর উপজেলা আহবায়ক মো: মজিবুর রহমান, সদস্য সচিব এমারত হোসেন মুসুল্লী, জেলা যুবদলের সহ-সভাপতি নাজিম সরকার, মাসুদ খান ও কালিয়াকৈর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহীনুজ্জামান শাহীন প্রমূখ।
সিরাজগঞ্জের বেলকুচিতে যুবদল নেতা আকবর হোসেনকে প্রকাশ্যে গুলি করে হত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান সভাপতি মনিরুল ইসলাম মনির সহ বক্তারা। বক্তারা খুনীদের বিচার দাবী করেন। একই সাথে সভায় অংশ নেয়া সকল নেতৃবৃন্দকে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর তাগিদ দেন সভাপতি। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে বক্তারা বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে আহবান জানান।