গাজীপুর সদরে তারেক রহমানের নির্দেশে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৫০ পিএম, ৫ ফেব্রুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৩:০৫ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
গাজীপুর সদরে বাঘের বাজার এলাকায় ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ শনিবার বিকাল ৩টায় ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুস আলী নছ মিয়ার সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
এসময় আরো বক্তব্য রাখেন ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সাবেক আহায়ক শাহাব উদ্দিন, শ্রীপুর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরীফ সিদ্দিকী, জেলা যুবদলের সহ-সভাপতি লিয়াকত আলী, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আজিজুল ইসলাম সিনহা, জেলা যুবদলের নেতা রমজান আলী মেম্বার, সদর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মোল্লা, শ্রীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিলন প্রধান, সদস্য সচিব সামছুল হক ভুইয়া শ্যামল, ছাত্রদলের নেতা সোহাগ হোসেন, সালা উদ্দিন আহমেদ বাদল, মাজাহারুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা আমিনুল ইসলাম, সুমন আহমেদ পাপ্পু, জাহাঙ্গীর আলম, মারুফ প্রধান, মনির বাউল প্রমুখ।