তারেক রহমান প্রদত্ত মরহুম কৃষিবিদ সাকলাইনের পরিবারকে আর্থিক অনুদান প্রদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৫ পিএম, ৫ ফেব্রুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৫:১৯ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত মরহুম কৃষিবিদ গোলাম সাকলাইনের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
আজ শনিবার ঠনঠনিয়া গোয়ালপাড়া বাসভবনে এ্যাব বগুড়া জেলা কমিটির সাধারন সম্পাদক মরহুম কৃষিবিদ গোলাম সাকলাইনের স্ত্রী মোছা: তানিস ফাতেমা রুপা’র হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রদত্ত আর্থিক অনুদান তুলেদেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মো: হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইব্রাহিম, কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও বগুড়া জেলা বিএনপি'র যুগ্ম-আহবায়ক মোশারফ হোসেন এমপি, ড্যাব বগুড়া জেলা শাখার সভাপতি ডাক্তার শাহ মো: শাহজাহান আলী, কৃষিবিদ মাহমুদুল হাসান সুজা, কৃষিবিদ রাঙ্গ ও সাবেক ছাত্রনেতা হাসানুজ্জামান পলাশ।