বেগম খালেদা জিয়া ও খায়রুল কবির খোকন এর রোগ মুক্তি কামনায় নরসিংদীতে ছাত্রদলের দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৫ পিএম, ৩ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৮:৪৩ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়া ও বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র সভাপতি খায়রুল কবির খোকন এর রোগমুক্তি এবং সুস্বাস্থ্য কামনায় নরসিংদী জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে নরসিংদী জেলা বিএনপি’র কার্যালয়ে জেলা ছাত্রদলের নেতা সিদ্দিকুর রহমান নাহিদ এর সভাপতিত্বে বেগম খালেদা জিয়ার ও খায়রুল কবির খোকন এর দ্রুত রোগমুক্তি ও শারীরিক সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপি’র সহ-সভাপতি এড. আব্দুল বাছেদ, শহর বিএনপি’র সভাপতি একেএম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দীন ভূঁইয়া, জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক আমিনুল হক বাচ্চু, রবিউল ইসলাম রবি, কবির আহম্মেদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহারিয়া শামস্ কেনেডি, সাবেক ভিপি ইলিয়াস ভূঁইয়া, জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।
দোয়া মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামাদলের সভাপতি নরুল ইসলাম। মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও খায়রুল কবির খোকন এর রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করা হয়।