বেগম খালেদা জিয়া, আমির খসরু, মীর হেলালের রোগ মুক্তি কামনায় জাসাসের দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৫ পিএম, ৩ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১১:২৮ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং উনার সহধর্মীনি তাহেরা খসরু ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের রোগ মুক্তি কামনায় জাসাস চট্টগ্রাম মহানগর জাসাস উত্তর ও দক্ষিণ জেলার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার (২ ফেব্রুয়ারি) বাদে আসর কাজির দেউরীস্থ বিএনপির দলীয় কার্যালয় জামে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর জাসাসের আহ্বায়ক এম এ মুসা বাবলুর সভাপতিত্বে সদস্য সচিব মামুনুর রশিদ শিপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইয়াছিন চৌধুরী লিটন, জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবুল হাশেম বক্কর বলেন-একজন তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে প্রতিহিংসার চরিতার্থ করতে চিকিৎসা থেকে বঞ্চিত করছে। অর্থাৎ সুচিকিৎসা পাওয়া বেগম খালেদা জিয়ার মৌলিক অধিকার। ছলচাতুরী না করে তিনি অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি দাবী জানান।
দোয়া ও মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন- জাসাস চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক শেখ জামিল হোসেন, খন্দকার সাইফুল ইসলাম, সৈয়দ জিয়া উদ্দিন, ফজলুল হক মাসুদ, মঈনুদ্দীন মঈন, জাসাস নেতা সাংবাদিক আবু সুফিয়ান, দক্ষিণ জেলা জাসাস নেতা জসিম উদ্দিন চৌধুরী, উত্তর জেলা জাসাস নেতা কাজী সাইফুল ইসলাম টুটুল, আইয়ুব খান চৌধুরী, চট্টগ্রাম মহানগর জাসাস নেতা লায়ন এম এ মান্নান, এস.এম. তারেক, মহিউদ্দিন জুয়েল, জহিরুল হোসেন, আব্দুল হান্নান শিবলী, রিপন ভান্ডারী, মাহবুবুল ইসলাম, টিপু চৌধুরী, মেশকাত হোসেন চৌধুরী, সৈয়দ নাসিম আহমদ, সৈয়দ নাজিম উদ্দিন, আব্দুল আজিজ, যুবদল নেতা মোঃ শাহজাহান, হালিশহর থানা যুদলের আহবায়ক মোশারফ আমিন সোহেল, বিএনপি নেতা জাহেদুল ইসলাম, ইশাত মান্নান তানিম, আলমগীর হোসেন রনি, জাহেদ আলী, মোঃ ইদ্রিচ, এহতেশামুল তানিম, সাখাওয়াত হোসেন সিপাত, জাসাস নেতা আব্দুল মালেক, হাফিজুল ইসলাম, নাসির উদ্দিন, আমান উল্লাহ চৌধুরী বাবলু, দিলসাদ হোসেন, এমরান হোসেন মিঠু, সাংবাদিক রেজাউল করিম, মাসুম বিল্লাহ, মোঃ হারুন, মোঃ সেলিম, মোঃ এনাম প্রমুখ নেতৃবৃন্দ।