সিরাজগঞ্জে ইউনিয়ন যুবদলের আহবায়ক আকবর আলীকে গুলি করে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০৬ পিএম, ২ ফেব্রুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ০৯:১৩ এএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আকবর আলীকে (৪০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ বুধবার রাতে বেলকুচি উপজেলার রান্ধুনীবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আকবর আলী সদর উপজেলার সারটিয়া গ্রামের বাসিন্দা মৃত মজিবর রহমানের ছেলে।
সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) মো. সিদ্দিক আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে জানান, রাতে রান্ধুনীবাড়ী বাজারে আকবর আলী নামে এক যুবদল নেতাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। রান্ধুনীবাড়ী বাজারের ব্যবসায়ীরা ভয়ে দোকান-পাট বন্ধ করে রেখেছে।
বিস্তারিত আসছে...