মুন্সীগঞ্জে আরাফাত রহমান কোকোর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১১ পিএম, ২ ফেব্রুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ০৬:৪৮ এএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
মুন্সীগঞ্জের সিরাজদিখানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অসহায় দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
গত মঙ্গলবার বেলা ১১টায় যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ রানা সার্বিক সহযোগিতায় মালখানগর, লতুব্দী, ইছাপুরা, বয়রাগাদী ও রসুনিয়া ইউনিয়নে প্রায় ৫শত কম্বল বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক কবির হোসেন, আসরাফ হোসেন ঝন্টু সহ-সাংগঠনিক সম্পাদক হাসান আহমেদ, সদস্য মেহেদী হাসান হীরা, নাসির আহমেদ, শ্রমিকদল সভাপতি নজরুল ইসলাম, সাধরন সম্পাদক বাদশা মিয়া, স্বেচ্ছাসেবক দল জেলা সদস্য মাহমুদ হাসান ফাহাদ, মেহেদী হাসান সজল, ছাত্রদল নেতা জাবেদ আকরাম, জিতু হাওলাদর, রাতুল আহমেদ প্রমুখ।