আকবরশাহ থানা যুবদলের দোয়া মাহফিল ও সুবিধাবঞ্চিতদের মাঝে কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০৪ পিএম, ৩১ জানুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৪:০৬ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির যুগ্ম মহাসচিব, কারাবন্দি আসলাম চৌধূরী'র সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল ও সুবিধাবঞ্চিতদের মাঝে কম্বল বিতরণ করেছে চট্টগ্রাম আকবরশাহ থানা যুবদল।
গতকাল রবিবার বাদে মাগরিব নতুন মনছুরাবাদ জামে মসজিদে দোয়া মাহফিল ও মনছুরাদ এলাকায় পথ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
আকবরশাহ থানা যুবদলের আহ্বায়ক শহীদুল ইসলাম সমুর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোঃ সোলাইমানের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন নতুন মনছুরাবাদ জামে মসজিদের ইমাম মাওলানা মাহফুজুর রহমান। প্রধান অতিথি ছিলেন আকবরশাহ বিএনপির সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন চৌধূরী মঈনু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আকবরশাহ থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি আয়ুব খান, ১০নং উত্তর কাট্টলী বিএনপির সভাপতি আলহাজ্ব রফিক উদ্দিন চৌধূরী, সাধারণ সম্পাদক ফরিদুল আলম চৌধূরী, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন, আব্দুল ওয়াহাব বাবুল, ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মোজাহারুল আলম চৌধূরী, মোঃ ইসলাম, জিয়াউদ্দিন, আনোয়ার, কায়সার, মোঃ বেলাল, ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক হায়াতুর রশিদ, আকবরশাহ থানা স্বেচ্চাসেবক দল আহ্বায়ক মোঃ হাসান মাহমুদ, তাজুদ্দিন লিটন, সোহেল, ছাত্রদল নেতা, সামির, মামুন, নয়ন, হানিফ প্রমূখ।