সরিষাবাড়ীতে উপজেলার ডোয়াইল ইউনিয়ন ছাত্রদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২০ পিএম, ৩১ জানুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৮:৩৬ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৩নং ডোয়াইল ইউনিয়ন ছাত্রদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নির্দেশে উপজেলা ছাত্রদলকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করার অংশ হিসেবে আজ সোমবার সকাল ১১টায় মরহুম ব্যারিষ্টার আব্দুস সালাম তালুকদারের বাস ভবন প্রাঙ্গনে উপজেলার ৩নং ডোয়াইল ইউনিয়ন ছাত্রদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম। উপজেলা ছাত্রদলের আহবায়ক খায়রুল ইসলাম বিদ্যুতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ আজিম উদ্দিন আহমেদ, ডোয়াইল ইউনিয়ন বিএনপির শ্রী প্রবীর কুমার তারক পাল। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোলাইমান কবীর চপল এর সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদপ্তর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, উপজেলা ছাত্রদলের সাবে সভাপতি হাফিজুর রহমান মিলন প্রমূখ বক্তব্য রাখেন।
এ সময় ডোয়াইল ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।