শেরপুরে বিএনপি নেতার শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫২ পিএম, ৩১ জানুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৬:০২ পিএম, ১২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৬ তম জন্মবার্ষিকী এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় শীতার্ত মানুষের মধ্যে নিজ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মো. শফিকুল ইসলাম মাসুদ।
শেরপুর পৌরসভার চকপাঠক মহল্লার সালমা নুন স্কুল মাঠে আজ ৩১ জানুয়ারি সোমবার সকাল সাড়ে এগারোটায় কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি এস. এম. শহীদুল ইসলাম ভিপি, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক আক্রামুজ্জামান রাহাত, জেলা যুবদলের দপ্তর সম্পাদক রেজাউল করিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি লালন মোল্লা, সাবেক কাউন্সিলর মো. জুলহাস উদ্দিন, ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আসাদুজ্জামান মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক সজিব রানা প্রমুখ।
কম্বল বিতরণ অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম মাসুদ সরকারি দলের সমালোচনা করে বলেন, শীতের তীব্রতায় অসহায় দরিদ্র সাধারণ মানুষ কষ্ট করলেও সরকার বেছে বেছে তাদের দলীয় নেতা-কর্মীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছেন। যা করছেন তা প্রয়োজনের তুলনায় খুবই অল্প।
তিনি জানান, আজ পৌরসভার চকপাঠক মহল্লায় চার শতাধিক অসহায় দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হলো। পর্যায়ক্রমে পৌরসভার বিভিন্ন মহল্লায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।