শেরপুর জেলা বিএনপি'র সহ-সভাপতি তৌহিদুর রহমানের মৃত্যুতে মির্জা ফখরুলের শোকবার্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৫ পিএম, ৩১ জানুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ১১:৩৬ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
শেরপুর জেলা বিএনপি'র সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাডভোকেট তৌহিদুর রহমান রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, "মরহুম আলহাজ্ব এ্যাডভোকেট তৌহিদুর রহমান সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে বিশ্বাসী ছিলেন। একজন বলিষ্ঠ নেতা হিসেবে তিনি শেরপুর জেলা বিএনপি-কে মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে নিরলসভাবে কাজ করে গেছেন। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন-সংগ্রামে বীরত্বের স্বাক্ষর রেখেছেন।
শেরপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের সময় আইনজীবীদের দাবি-দাওয়ার পক্ষে জোরালো ভূমিকা পালনের জন্য তিনি আইনজীবীদের নিকট স্মরণীয় হয়ে থাকবেন।
তার মৃত্যুতে শেরপুর জেলা বিএনপি একজন প্রকৃত অভিভাবক-কে হারালো। আমি মরহুমের শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাত নসীব ও পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করুন-এই দোয়া করি।
আমি আলহাজ্ব এ্যাডভোকেট তৌহিদুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।"
পৃথক শোকবার্তায় বিএনপি'র ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স শেরপুর জেলা বিএনপি'র সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাডভোকেট তৌহিদুর রহমান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোকবার্তায় তিনি মরহুম আলহাজ্ব এ্যাডভোকেট তৌহিদুর রহমানকে শহীদ জিয়ার আদর্শের বলিষ্ঠ সৈনিক হিসেবে উল্লেখ করে বলেন, তার মৃত্যুতে শেরপুর জেলা বিএনপি'র যে ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয়। শেরপুর জেলায় বিশিষ্ট আইনজীবী হিসেবেও তার পরিচিতি ছিল সর্বজনবিদিত। তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ ও আদর্শনিষ্ঠ ব্যক্তি। পেশাজীবনে তিনি কখনো সততা ও নৈতিকতাকে বিসর্জন দেননি।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবার-পরিজন ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।