ফেনীতে যুবদল নেতা সিরাজীর ৯ম মৃত্যু বার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩৬ পিএম, ৩০ জানুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ০৬:৩০ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফেনী জেলার সাবেক সদস্য ও ফাজিলপুর ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সরওয়ার-এর ৯ম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ রবিবার ফেনী সদর উপজেলা যুবদলের উদ্যোগে ফেনীর তাকিয়া মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ম আহ্বায়ক এম এ খালেক, গাজী হাবিবুল্লাহ মানিক, এয়াকুব নবী, আলাউদ্দিন গঠন, ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম, সদস্য আতিকুর রহমান মামুন, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মাষ্টার নিজাম উদ্দিন পাটোয়ারী, সদস্য সচিব শাহাদাত হোসেন, যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, মনজুর হোসেন, ফরিদুল ইসলাম রাহাত, মীর সবুজ, নুর মোহাম্মদ ভূট্টো, দেলোয়ার হোসেন চৌধুরী, শেখ ফরিদ বাহার রিপন, ইসরাফিল মাসুদ, সালমান ফারসি, হানিফ রিপন, পৌর যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন বাবলু, সদস্য সচিব নিজাম উদ্দিন সোহাগ, যুগ্ম আহ্বায়ক নুর ইসলাম, আবদুল্লাহ আল মামুন, ফাজিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান সিরাজী, সাধারণ সম্পাদক একরামুল হক, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জুয়েল পাটোয়ারী, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন আহমেদ, মুরাদ হোসেন, ফেনী সরকারী কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবদুল হালিম মানিকসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলের শহীদ গোলাম সরওয়ারের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
উল্লেখ্য যে, ২০১৪ সালের ৩০শে জানুয়ারী যৌথ বাহিনীর বিশেষ অভিযানে গোলাম সরওয়ার সিরাজী নিহত হন।