আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের দোয়া ও শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:০১ পিএম, ৩০ জানুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ০৮:৪৩ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬তম মৃত্যু বার্ষিকী ও তাঁর কনিষ্ঠ সন্তান, বিশিষ্ট ক্রীড়াবিদ আরাফাত রহমান কোকোর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
আজ রবিবার ৩০শে জানুয়াারি বিকাল ৪টায় একটি এতিমখানায় এই দোয়া ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
দোয়া মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করা হয়া এবং আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপি জাতীয় নির্বাহী সদস্য ব্যারিস্টার মীর হেলালের সুস্থতা কামনায় দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন, যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন, আরিফুর রহমান (মাস্টার আরিফ), সাব্বির আহমেদ, রাজিবুল হক বাপ্পী, সদস্য আল মামুন সাদ্দাম, মাহমুদুল হাসান রাজু ও আব্বাস উদ্দিন সহ বিভিন্ন থানা, কলেজ ও ওয়ার্ড ছাত্রদল নেতৃবৃন্দ।