বেগম খালেদা জিয়া ও আমীর খসরু মাহমুদ চৌধুরী সুস্থতা কামনায় বন্দর থানা বিএনপি'র দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৫ পিএম, ৩০ জানুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ১২:৫৯ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন আপোসহীন বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর সুস্থতা কামনায় বন্দর থানার বিএনপির উদ্যোগে আজ রবিবার দুপুরে হালিশহর রজভীয়া তৌসিফিয়া হানিফয়া শাহী জামে মসজিদ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, সভাপতি হাজী হানিফ সওদাগর, সাঃসম্পাদক জাহিদুল হাসান, সিঃসহ সভাপতি হাসান মুরাদ, সহ-সভাপতি- আব্দুল কুদ্দুস সেন্টু, মোঃশওকত, আসালামমিয়া, সিঃযুগ্ম সম্পাদক মোঃহারুন, যুগ্ম সম্পাদক নাসির, মহানগর বিএনপি’র সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক এড শাহিন, সহ-সংগঠনিক সম্পাদক মোঃসেলিম ও ওয়ার্ড বিএনপি’র মোঃহারুন, নাছির, কামরুল, সাইফুল, আরজু, হারুন, শওকত, বক্কর, সিরাজ, ইলিয়াস খান, ফোরকান, আব্দুর সবুর, আজম, যুবদল নতা আজম, ইয়াসিন, ইব্রাহিম ফরাজি, ইকবাল, আরজু, কামাল, জাবের, টিপু, পারভেজ, পিয়াল, অভি, সাকিব, ইসমাইল, ইমনসহ ছাত্রদল ও সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।