রুপগঞ্জ থানা যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন এর মৃত্যুতে কেন্দ্রীয় যুবদলের শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৫ পিএম, ৩০ জানুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ০৫:৩৪ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
নারায়নগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি ও রুপগঞ্জ থানা যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন “ ইন্নানিল্লাহি ওইন্নাইলাহি রাজিঊন”।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এক শোক বার্তায় দেলোয়ার হোসেন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, রুপগঞ্জ উপজেলা যুবদল আহবায়ক দেলোয়ার হোসেন এর মৃত্যুতে আমরা একজন জাতীয়তাবাদী আদর্শে দিক্ষিত রাজপথের পরিশ্রমী যুবনেতাকে হারালাম, যার অভাব সহজে পূরণ হওয়ার নয়।
আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত পরকালে জান্নাত কামনা করছি এবং তার রেখে যাওয়া শোক সন্তপ্ত পরিবার গুনগ্রাহী, আত্মীয় স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।