ছাগলনাইয়ায় তারেক রহমানের পক্ষে বেলাল আহমদের শীত বস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪৯ পিএম, ২৯ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৩:৩৪ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
ফেনীর ছাগলনাইয়ার রাধানগর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক বেলাল আহমদ।
আজ শনিবার (২৯ জানুয়ারি) রাধানগর ইউনিয়নের হাফেজিয়া মাদ্রাসা মাঠে ইউনিয়ন বিএনপির আহবায়ক রবিউল হক চৌধুরী মাহবুব চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এনামুল হক বাবুল, দাগনভুঞা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, রাধানগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আতাউল কবির, রাধানগর ইউনিয়ন বিএনপির উপদেষ্টা কেশু আহমদ, যুবদল নেতা ফজলুল বারি মহসিন, আব্দুল কাদের জিলানী, এস,এম ওয়াহিদ উল্লা, ছাগলনাইয়া উপজেলা ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন, মৎস্যজীবি দলের আহবায়ক নুরুল আলম, সেক্রোটারী সুলতান আহমদ, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সেক্রেটারী মামুনুর রশিদ, স্বেচ্ছাসেবকদল নেতা আবুল বসর সহ স্থানীয় বিএনপির ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিএনপির সহ-দফতর সম্পাদক বেলাল আহমদ এ সময় চলমান শীত মৌসুমে গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানান।