বিএনপি নেতা বকুলের পিতা সিরাজুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও খাবার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪০ পিএম, ২৯ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৬:৫৪ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, খুলনা তথা দক্ষিণাঞ্চলের মানবিক জননেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম সিরাজুল ইসলামের ১ম মৃত্যুবার্ষিকীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব সামসুদ্দীন চৌধুরী সানিনের উদ্যোগে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এবং এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (২৯ জানুয়ারি) বাদ জোহর খুলনা মহানগরীর সদর থানার অন্তর্গত ৩১নং ওয়ার্ডের হাজী আব্দুল মালেক আছিয়া দারুচ্ছালাম দাখিল ও হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে কেন্দ্রীয় বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের পিতা মহান স্বাধীনতা যুদ্ধের রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা মরহুম সিরাজুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব ও ৩১নং ওয়ার্ডের সন্তান সামসুদ্দীন চৌধুরী সানিনের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিল এবং তাদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপি নেতাঃ চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, খুলনা মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, ৩১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসলাম হোসেন, ৩১নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি হুমায়ুন কবির চৌধুরী, মিজানুর রহমান, ৩১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবুল রানা, ৩১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম রিয়াজ, সাখাওয়াত হোসেন, মইনুল ইসলাম কিরণ, হান্নান হাওলাদার, বাবুল হোসেন, গাজী রফিক, কে এম জাহাঙ্গীর হোসেন, মুজাহিদুল ইসলাম টনি, ইবাদুল ইসলাম, আঃ সালাম, জামাল গাজী, গোলজার হোসেন, সায়েম, মোঃ শাকিল আহম্মেদ, আঃ সালাম, জুয়েল, রাকিব আদনান, এজাজ মোল্লা, জামাল হোসেন ভুট্টো, সুমন, জাহাঙ্গীর, কবির ফরাজি, বেলাল হোসেন, শাকিল, হৃদয়, ইয়াসিন, সজীব, রবিউল, মিরাজ প্রমুখ।