ঝিকরগাছায় বিএনপি নেতা মিজানের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫১ পিএম, ২৯ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৫:১৯ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, বর্তমান যশোর জেলা বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব মিজানুর রহমান খান এর সার্বিক সহযোগিতায় শীতার্থ দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
আজ শনিবার (২৯ জানুয়ারি) ঝিকরগাছা উপজেলা উপজেলা ও পৌর যুবদল, কৃষক দল ও ছাত্রদলের আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপি'র আহবায়ক জনাব মোর্তজা এলাহি টিপু।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক মোঃ খোরশেদ আলম, যুগ্ন আহবায়ক মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সর্দার শহিদুল ইসলাম, যুগ্ন আহবায়ক ইমরান হাসান সামাদ নিপুন, আহবায়ক কমিটির সদস্য গোলাম কাদের বাবলু, আহবায়ক কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবক দল ঝিকরগাছা উপজেলার আহবায়ক ইসমাইল হোসেন সোহাগ, মহিলা দল নেত্রী নাহিদ আক্তার সহ বিএনপি, যুবদল, কৃষক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবদল আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব নাজমুল হক নাজু, সমন্বয়কারী হিসাবে দায়িত্ব পালন করেন কৃষক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান কালু ও ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা।
সংক্ষিপ্ত আলোচনায় নেতৃবৃন্দ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, আরাফাত রহমান কোকোর মাগফিরাত এবং আগামীর রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা এবং মিজানুর রহমান খানের জনহিতকর কাজসমূহের ভূয়সী প্রশংসা করে আগামীতে এসকল কল্যানমূলক কর্মকান্ড অব্যাহত রাখার তৌফিক দান কামনায় আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করেন।